
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, এমটিইপিআই স্বপন কুমার দাস, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হক প্রমুখ। উল্লেখ্য ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এজন্য শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ১০টি ইউনিয়নে কেন্দ্র করে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।